বাবর আজমই যেন পাকিস্তানের বড় সমস্যা!
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/30/thumb.jpg)
দীর্ঘদিন ধরে ছন্দে নেই বাবর আজম। পাকিস্তানের এই তারকা ব্যাটার গত এক বছরে খেলা ৩৭ ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন মাত্র একটি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে পাকিস্তান হেরেছে ১০ উইকেটে। ম্যাচে বাবরের ব্যাট থেকে দুই ইনিংসে আসে শূন্য ও ২২ রান। তার ফর্ম নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও পিসিবি প্রধান রমিজ রাজা এতে বিরক্ত। নিজের ইউটিউব চ্যানেল ’রমিজ স্পিকস’-এ রাজা জানান, অবস্থা দেখে মনে হচ্ছে পুরো পাকিস্তানে একটিই সমস্যা আর তা বাবর আজম। অথচ, বিষয়টি এমন নয়।
রাজা বলেন, ‘মনে হচ্ছে বাবর ছাড়া পুরো পাকিস্তানের আর কোনো সমস্যা নেই। দুর্ভাগ্যজনকভাবে এটি এমন হয়ে গেছে যে দল হেরেছে, আপনিও রান পাননি এবং আপনি মানুষটি বাবর আজম! ব্যস, শুরু হয় নানা কথা। দলে তার অবদান নিয়েও প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ সমালোচনা করতে পারেন, মজা নিতে পারেন। তবে, এগুলো এড়িয়ে চলতে হবে।’
ক্রিকেটের তিন ফরম্যাটেই বাবর বড় মাপের খেলোয়াড় সেটি মনে করিয়ে দেন রমিজ। পাশাপাশি এই অবস্থা থেকে তিনি বের হবেন, সেটি প্রত্যাশা সাবেক তারকার।
রমিজ বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই বাবর তিন ফরম্যাটেই বড় ক্রিকেটার। ব্যাট হাতে তার খারাপ সময় যাচ্ছে, যা তার চেহারায় ফুটে উঠেছে। আশার কথা, সে ছন্দে ফেরার চেষ্টা করছে, এ নিয়ে কাজও করছে।’