সান্তোসের জার্সি গায়ে নেইমারের নতুন শুরু
শৈশবের ক্লাব সান্তোস, সেই ঐতিহাসিক ক্লাবই নেইমারের নতুন ঠিকানা। ব্রাজিলিয়ান ক্লাবটির জার্সি গায়ে কবে মাঠে নামবেন নেইমার, সেই অপেক্ষায় ছিলেন সমর্থকরা। প্রায় এক যুগ পর সান্তোসের জার্সি গায়ে জড়ালেন নেইমার। অবশ্য জয় দিয়ে নিজের অভিষেক রাঙাতে পারেননি ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার।
গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজের ৩৩তম জন্মদিনের দিন সান্তোসের হয়ে মাঠে নামেন তিনি। ভিলা বেলমিরা স্টেডিয়ামে সান্তোস ও বোতাফোগো এফসির ম্যাচে নেইমারের নামার সময় সান্তোস এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। পরে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ট্রান্সফার ফি-তে ২০১৭ সালে ২২ কোটি ২০ লাখ ইউরোর (সে সময়ের বাজারমূল্যে ২৬ কোটি ২০ লাখ ডলার) বিনিময়ে পিএসজিতে যোগ দেন। চুক্তির অঙ্ক বড় হলেও, সেভাবে পারফর্ম করতে পারেননি নেইমার। যার ফলে ২০২৩ সালে তাকে ছেড়ে দেয় ফরাসি ক্লাবটি।
এরপর ২০২৩ সালের গ্রীষ্মে সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালের সঙ্গে চুক্তি সই করেন নেইমার। তবে সেখানে মাত্র ৭ ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরেই থাকতে হয় নেইমারকে। এমতবস্থায় তাকে ছেড়ে দিতে বাধ্য হয় সৌদি ক্লাবটি। সবমিলিয়ে বার্সা ছাড়ার পর আরও কোথাও থিতু হতে পারেননি নেইমার।
এদিকে, গুঞ্জন রয়েছে সান্তোসে ক্লাবের ঠিক নিকটে বাড়ি কেনার কথা ভাবনাচিন্তা রয়েছে নেইমারের। আপাতত ৬ মাসে চুক্তি হয়েছে সান্তোসের সঙ্গে। চাইলেই সেই চুক্তির মেয়াদ বাড়ানো যাবে। ম্যাচ খেলে খেলে নেইমার নিজেকে তৈরি রাখতে চাইছেন পরবর্তী বিশ্বকাপের জন্য। ২০২৬ বিশ্বকাপে তাকে নিয়েই খেলতে চাইছে সেলেসাওরা।