চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়াকে নিয়ে আশাবাদী স্মিথ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/icc.jpg)
তারকা বেশ কয়েকজন ক্রিকেটারকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির আগে বেশ বিপাকে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এর ওপর চিন্তার ভাজ ফেলেছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হার। মাঠের পাশাপাশি মাঠের বাইরে চাপে থাকলেও চ্যাম্পিয়নস ট্রফিতে দারুণ কিছু করবে দল, এমনটাই প্রত্যাশা অসি অধিনায়ক স্টিভেন স্মিথের।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থতা প্রসঙ্গে স্মিথের ভাষ্য, ‘এই সিরিজটা আমাদের ভালো কাটেনি। এটা অস্বীকারের কিছু নেই। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমরা ভালো করতে পারিনি। অধিনায়ক হিসেবে দলের সব সদস্যের মাঝে সমন্বয় করে সবার সেরাটা বের করে আনাই আমার দায়িত্ব। আশা করি চ্যাম্পিয়নস ট্রফিতে এটা করতে পারব।’
স্মিথ আরও যোগ করেন, ‘দলের তরুণ ক্রিকেটাররা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে মুখিয়ে আছে। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের দারুণ কিছু ক্রিকেটার আছে। পাকিস্তানের মাটিতে সবাই দারুণ পারফর্ম করবে এটাই সবার চাওয়া।’
আগামী ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। আইসিসির সব আসরেই ফেভারিট হিসেবে অস্ট্রেলিয়া। তবে, এবার চোট, অবসর, ব্যক্তিগত কারণ মিলিতে প্রথম সারির পাঁচজন তারকাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাচ্ছে না তারা।
প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মিচেল মার্শদের ঘাটতি তারা কীভাবে পূরণ করে দেখার বিষয়। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ৮ দলের আসর, ম্যাচ আছে ১৫টি। ৯ মার্চ ফাইনালে জানা যাবে কারা জিতল শিরোপা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী নতুন বছরের শুরুটা কেমন করেন, সেটাই দেখার অপেক্ষা।