চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বড় হার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/17/shanto-bcb.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে একটা জায়গায় পিছিয়ে ছিল বাংলাদেশ। সেটি হলো প্রস্তুতি। গত বছর ডিসেম্বরের পর থেকে ওয়ানডে ফরম্যাটে নেই কোনো ক্রিকেটার। বিপিএলে প্রস্তুতি হয়েছে, সেটি টি-টোয়েন্টি ফরম্যাটে। বাংলাদেশের জন্য আশার আলো জ্বেলেছিল চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে প্রস্তুতি ম্যাচ।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট গ্রাউন্ডে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) পাকিস্তান শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি ছিল আত্মবিশ্বাস বাড়ানোর, নিজেদের ঝালিয়ে নেওয়ার। কিন্ত, বিধিবাম! তা হলো কই? পাকিস্তান শাহিনসের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।
আগে ব্যাট করে ৩৮.২ ওভারে বাংলাদেশ অলআউট হয় ২০২ রানে। জবাবে ৩৪.৫ ওভারে ৩ উইকেটে হারিয়ে ম্যাচ নিজেদের করে নেয় পাকিস্তান শাহিনস।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যর্থতার পরও দলের সংগ্রহ ২০০ ছাড়াতে পেরেছে বোলার তানজিম সাকিবের কল্যাণে! তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৩০ রান। নাসুম আহমেদ করেন ১৬ বলে ১৫।
২০২ রান যথেষ্ট ছিল জয়ের জন্য। পাকিস্তান শাহিনসের কাজটা আরও সহজ করে দেন দুই ব্যাটার মোহাম্মদ হারিস ও মুবাসির খান। ৬২ বলে ৭৬ রান আসে হারিসের ব্যাট থেকে। ৬৫ রানে অপরাজিত থাকা মুবাসির দলকে জিতিয়েই মাঠ ছাড়েন।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। চলবে ৯ মার্চ পর্যন্ত। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি।