ক্যাম্পে যোগ দিলেন প্রবাসী ফুটবলার ফাহমিদুল

এশিয়ান কাপ ফুটবলে ভারতের বিপক্ষে বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করতে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্যাম্পে জামাল ভুঁইয়াদের সঙ্গে যোগ দিয়েছেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম।
গতকাল সোমবার (১০ মার্চ) রাতে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান ফুটবলারের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালসিও এফসিতে খেলেন ফাহমিদুল। ওলবিয়া ক্যালসিও ইতালির চতুর্থ সারির লিগ বা সিরি ডি‘র ক্লাব। লিগে দলটির অবস্থান ১৩তে।
ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহমিদুল বাদে বাকি ২৮ ফুটবলার নিয়ে গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু করেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ৫ মার্চ দল নিয়ে সৌদি আরব যান কোচ। চার দিন অনুশীলনের পর সোমবার সৌদি সময় সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দেন ফাহমিদুল।
ইতালি প্রবাসী এই ফুটবলার যোগ দেওয়ায় জাতীয় দলের ক্যাম্পে খেলোয়াড় দাঁড়ালো ২৯ জন। হামজা দলের সঙ্গে যোগ দেবেন ১৮ মার্চ ঢাকায়। ২৩ সদস্যের দল নিয়ে ক্যাবরেরা ভারতের শিলং যাবেন ২০ মার্চ।
মেঘালয় রাজ্যের প্রধান শহর শিলংয়ে ২৫ মার্চ গড়াবে বাংলাদেশ-ভারত ম্যাচ। দ্বৈরথের জন্য অবসর ভেঙে ফিরছেন ভারতের বর্ষীয়ান ফরোয়ার্ড সুনীল ছেত্রী। সবমিলিয়ে জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।