কত নম্বর জার্সি পরে খেলবেন হামজা?

হামজা চৌধুরীকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাকে ঘিরে তৈরি হওয়া উন্মাদনা পেয়েছে আলাদা মাত্রা। হামজাও উপভোগ করছেন সেসব। জবাব দিচ্ছেন নানা প্রশ্নের। এসবের মাঝে উঠে আসে, বাংলাদেশ জাতীয় দলে কত নম্বর জার্সি পরে খেলবেন তিনি?
সিলেটের হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে নিজ বাড়িতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন হামজা। মিটিয়েছেন কৌতূহল। আজ সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামজা জানান, জাতীয় দলে ৮ নম্বর জার্সি পরে খেলবেন।
বাংলাদেশ দলের নতুন এই তারকা খেলেন মাঝমাঠে। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটিতে হামজা খেলতেন ১৭ নম্বর জার্সি পরে। বর্তমানে তিনি ধারে খেলছেন চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। সেখানে তার জার্সি নম্বর ২৪। তবে, বাংলাদেশের হয়ে তিনি গায়ে চাপাবেন ৮ নম্বর জার্সি।
২৭ বছর বয়সী হামজা আজই আসেন বাংলাদেশে। সিলেটে নেমে সরাসরি যান নিজ গ্রামে। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে সেদিন লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হবে হামজার।
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অবশ্য চিন্তিত নন হামজা। নিচ্ছেন না বাড়তি কোনো চাপ। হামজা বলেন, ‘কোনো চাপ নেই। আমি কোনো চাপ নিচ্ছি না। ইন শা আল্লাহ গোল পাব ভারতের বিপক্ষে। আমরা ভারতের প্রতি মনোযোগ দিচ্ছি না। আমরা নজর দিচ্ছি কেবল আমাদের প্রতি। জয়ের ব্যাপারে আমরা খুবই আত্মবিশ্বাসী।’