হামজা আসতে না পারলেও সমস্যা হবে না : কাবরেরা

বাংলাদেশ জাতীয় দল নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেপ্টেম্বরে। ম্যাচের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে আগস্টের মাঝামাঝি থেকে। বসুন্ধরা কিংসের ১০ ফুটবলার যোগ দেওয়ায় পর গতকাল (১ সেপ্টেম্বর) প্রথম পুরো দল একসাথে অনুশীলন করেছে। তবে সোমবার অনুশীলন ছাপিয়ে আলোচনায় ছিল হামজা চৌধুরীর খেলা না খেলার বিষয়টি।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রীতি ম্যাচ দুটিতে প্রবাসী ফুটবলার হামজার অংশ নেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সোমবার অনুশীলন শুরুর আগে জাতীয় দলে কোচ হাভিয়ের কাবরেরার কাছে হামজা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এই দলটি নেপাল সফরের জন্য প্রস্তুত। হামজা শেষ পর্যন্ত যদি না আসতে পারে, সমস্যা হবে না।’
কোচ নির্ভার হলেও দলের অধিনায়ক তপু বর্মণ আক্ষেপ করলেন। তিনি বলেন, ‘আসলে আমাদের অনেক কিছু শুরুই হয় হামজাকে দিয়ে। তার ব্যস্ত সূচি রয়েছে। এরপরও সে আসার চেষ্টা করছে। যদি সে আসতে না পারে, আমাদের একটু কষ্ট হবে। তবে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’
এই প্রস্তুতি ম্যাচ দুটি আগামী ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগাম প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। প্রতিপক্ষ নিয়ে তপু বলেন, ‘দুটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো ফল নিয়ে আসতে পারি, তাহলে হংকং ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়বে। নেপাল থেকে খালি হাতে ফিরতে চাই না।’
এশিয়ান কাপ বাছাইপর্বে অক্টোবরে দুটি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তৃতীয় রাউন্ডের সেই ম্যাচ দুটির প্রথমটি ৯ অক্টোবর ঢাকায় এবং পরেরটি ১৪ অক্টোবর হংকংয়ে।
বাছাইপর্বে ২ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান তিনে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। ৪ পয়েন্ট নিয়েই শীর্ষে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে ভারত।
৬ ও ৯ সেপ্টেম্বরের নেপালের বিপক্ষে দুটি ম্যাচই হবে কাঠমন্ডুর দশরথ স্টেডিয়ামে।