শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারতের শিলং পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায় জামাল-হামজারা। এর আগে সকালে কলকাতার উদ্দেশে দেশ ছাড়েন লাল-সবুজের প্রতিনিধিরা।
কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর আরেক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল ৪টায় শিলং বিমানবন্দর পৌঁছায় বাংলাদেশ দল। সেখান থেকে মেঘালয়ের ভিভান্তা হোটেলে উঠেছেন ফুটবলাররা। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হলেও ২৪ জনের দল নিয়ে ভারত গেছে বাংলাদেশ। ২৪ মার্চ ম্যানেজার মিটিংয়ে বাদ পড়বেন আরও একজন। যাওয়ার আগে দল থেকে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজউদ্দিন ও আরিফ হোসেন।
প্রাথমিক দল থেকে বাদ পড়াদের মধ্যে উল্লেখযোগ্য আছেন আরেকজন, ফাহমিদুল ইসলাম। এই তরুণ ফরোয়ার্ডের বাদ পড়ার খবরটি অবশ্য আগেই জানা যায়। বিষয়টি দেশের ফুটবলে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী প্রথমবার বাংলাদেশের হয়ে খেলবেন। এর আগে তিনি ১৭ মার্চ সিলেটে পৌঁছান। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে যোগ দেন বাংলাদেশ দলে। গতকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও রাতে এক সেশন অনুশীলন করে সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশে রওনা হন।
আগামী মঙ্গলবার সন্ধ্যায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। যে ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে সাবেক লেস্টার সিটি তারকা হামজা চৌধুরীর।