সবার মন জয় করে হামজা এখন ইংল্যান্ডের পথে

গত ১০ দিন হামজা চৌধুরীতে বুঁদ হয়ে ছিল পুরো বাংলাদেশ। হামজার মাপের ফুটবলার কেবল বাংলাদেশেই নয়, নেই গোটা দক্ষিণ এশিয়াতে। যদি পরিধি বাড়িয়ে এশিয়ার পর্যায়ে নেওয়া হয়, সেখানেও হামজা অন্যতম সেরা। এমন একজনকে পাওয়া দেশের ফুটবলে তো বটেই, অনেকের ইতিবাচক পুরো উপমহাদেশের জন্যই।
ভারতের বিপক্ষে ২৫ মার্চের ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সি গায়ে অভিষিক্ত হন হামজা। প্রথম ম্যাচেই তিনি বুঝিয়ে দেন, তাকে নিয়ে মাতামাতি বাড়াবাড়ি নয়। প্রত্যাশা পূরণ করে উপহার দিয়েছেন দারুণ এক পারফরম্যান্স। ম্যাচের পরদিন দেশে ফেরে বাংলাদেশ। দলের সঙ্গে ফেরেন হামজাও।
জাতীয় দলের খেলা শেষে হামজা আবার ফিরছেন ইংল্যান্ডে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ঢাকা থেকে সিলেট যান তিনি। সেখান থেকে ধরেছেন ইংল্যান্ডের বিমান। আগামীকাল মাঠে নামবে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ভ্রমণক্লান্তি কাটিয়ে হামজা খেলেন কি না, তা জানা যায়নি এখনও।
হামজার সঙ্গে ইংল্যান্ডে যাচ্ছেন তার পরিবারের সসদ্যরাও। গত ১৭ই মার্চ মা, স্ত্রী, সন্তান ও ভাইসহ মোট ৯ জনকে নিয়ে বাংলাদেশে আসেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। আগামী ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে ফের দেশে ফিরবেন তিনি। এর আগে প্রথমবারেই করেছেন বাজিমাত। যতটা মাঠের পারফরম্যান্সে, ততটাই বিনয়ে।