হাসি আর সৌহার্দ্যে হামজার ঈদ

হামজা চৌধুরীকে নিয়ে উন্মাদনার শেষ নেই। বাংলাদেশের ফুটবলে নতুন দিনের স্বপ্ন দেখানো এই তারকা হয়ে উঠেছেন লাল-সবুজের আশার বাতিঘর। তাকে নিয়ে ভক্তদের আগ্রহ বাড়ছে দিন দিন। পবিত্র ঈদুল ফিতর কীভাবে কাটিয়েছেন তিনি, তা নিয়ে জানার কৌতূহল মিটিয়েছেন হামজা নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি শেয়ার করেন হামজা। তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ছবিগুলো থেকে খানিক ধারণা মিলেছে। হামজার ছবিগুলোতে দেখা যায়, স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেছেন তিনি। কালো জোব্বা, কালো মাফলারে নিজেকে জড়ানো হামজার হাতে শোভা পেয়েছে ফিলিস্তিনের পতাকাখচিত ব্রেসলেট। যা দেশটির প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে আবারও।
এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া এক ভিডিওবার্তায় ঈদ শুভেচ্ছা জানান হামজা। তিনি বলেছেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুক ঈদ।’
দীর্ঘদিন পর দেশের ফুটবলে বইছে সুদিনের হাওয়া। হামজার আগমন বদলে দিয়েছে দৃশ্যপট। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বাফুফে। ভক্ত-সমর্থকরাও ফের ফুটবলমুখো হয়েছেন। নিয়মিত খোঁজখবর রাখছেন। সবমিলিয়ে, ফুটবলের ভালো সময় ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে বহুগণ।