জুনে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইপর্বে ম্যাচে আগামী ১০ জুন মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বাফুফে)। বাফুফের ন্যাশনাল টিম কমিটির সর্বশেষ সভায় বুধবার (২৩ এপ্রিল)এই সিদ্ধান্ত হয়।
জাতীয় স্টেডিয়াম ঢাকা তৈরি হচ্ছে আন্তর্জাতিক ম্যাচের জন্য। ১০ জুন সিঙ্গাপুরের সেঙ্গে ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানেই। এর আগে বাংলাদেশ একই মাঠে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করবে। কয়েকটি দলের সঙ্গে এই ব্যাপারে কথা এগিয়ে চলছে বলে জানান বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
বাবু বলেন, ‘আমরা জাতীয় দল ঘোষণা করব ৩১ মে। ৫ জুন প্রস্তুতি ম্যাচ খেলব। ইথিওপিয়া, সুদান ও ভুটানের সঙ্গে কথা হচ্ছে। সুদানকে প্রাধান্য দিচ্ছি আমরা। তারা ঢাকায় আসতে আগ্রহ দেখিয়েছে।’
সিঙ্গাপুর ম্যাচটিকে ঘিরে দর্শকের আগ্রহ ও প্রত্যাশা তুঙ্গে। সেই ম্যাচে হামজা চৌধুরীর সঙ্গে যোগ দিতে পারেন সামিত সোম ও ফাহমিদুল ইসলাম। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ফাহমিদুলকে নিয়ে জল কম ঘোলা হয়নি। ফাহমিদুল ইস্যুতে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে ন্যাশনাল টিম কমিটির সভাতেও।
বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরাকে দেওয়া হয়েছে নির্দেশনা। দলের সঙ্গে সিঙ্গাপুর ম্যাচের অনুশীলন ক্যাম্পে ফাহমিদুলকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। সেখানে ভালো করলে অভিষেক হতে পারে লাল-সবুজের জার্সিতে।