সেমিতে ওঠার লড়াইয়ে ভুটানের মুখোমুখি বাংলাদেশ

প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে আজ রোববারের (১১ মে) ম্যাচ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। ভারতের অরুণাচল প্রদেশে ভুটানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচ ড্র হওয়ায় বাংলার যুবাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। সেমিফাইনালে যেতে হলে ভুটানকে হারানোর বিকল্প নেই। গোলাম রাব্বানী ছোটনের দলের প্রত্যাশা তাই জয়। হারলে বাদ পড়বে, ড্র করলে তাকিয়ে থাকতে হতে মালদ্বীপ-ভুটানের পরের ম্যাচে। জয় নিয়ে তাই ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।
মালদ্বীপের বিপক্ষে প্রথমার্ধেই ২ গোলের লিড নিয়েছিল বাংলাদেশ। বিরতির পর ধরে রাখতে পারেনি। বাংলার যুবাদের মনে হয়েছিল খাপছাড়া। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মালদ্বীপ। শেষ দিকে গোলরক্ষকের কল্যাণে বাংলাদেশ কোনোমতে গোলের হাত থেকে নিজেদের সামলায়। অন্যথা, হারের তিক্ততা হতো সঙ্গী।
ভুল শুধরে আজকের ম্যাচে চোখ লাল-সবুজের প্রতিনিধিদের। কোচ ও অধিনায়ক আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। সাম্প্রতিক দিনগুলোতে দেশের ফুটবল যেভাবে এগিয়ে চলছে, ভুটানকে হারানো কঠিন হওয়ার কথা নয়। তবে, ফুটবলে ঘটতে পারে যেকোনো কিছু। বাইরের হিসেব এক পাশে সরিয়ে সব মনোযোগ রাখতে হবে মাঠের ৯০ মিনিটে।