কবে মাঠে ফিরবেন তাসকিন?

চোটের কারণে মাঠের বাইরে আছেন তাসকিন আহমেদ। বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে গিয়েছেন দেশের বাইরে। লন্ডনে তিনজন বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নেওয়ার পর ফিরেছেন দেশে। করছেন অনুশীলন। ফলে কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। যা মেটালেন তাসকিন নিজেই।
বাসসের দেওয়া প্রতিবেদন অনুসারে তাসকিন বলেছেন, ‘আমি এখন পর্যন্ত পাঁচটি সেশন সম্পন্ন করেছি এবং হালকা বোলিংও শুরু করেছি। সবকিছু ঠিকঠাক চলছে। তবে আমার প্রত্যাবর্তনের জন্য নির্দিষ্ট তারিখ ঠিক করা কঠিন। সত্যি বলতে, আমরা শ্রীলংকা সফরকে লক্ষ্য করছি। সেই সিরিজে ফেরার ব্যাপারে খুবই আশাবাদী।’
আসন্ন আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে দলে নেই তাসকিন। তিনি পাখির চোখ করেছেন শ্রীলঙ্কা সিরিজকে। অভিন্ন প্রত্যাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবির আশা, জুন-জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে তাকে দলে পাওয়া যাবে।
তাসকিনকে নিয়ে আপাতত তাই কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। বরং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেজন্য সব ধরণের সহযোগিতা করা হচ্ছে বোর্ডের পক্ষ থেকে। দেশসেরা এই পেসারও বিসিবির ফিজিও, প্রশিক্ষক এবং যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞের তৈরি করা নির্ধারিত পুনর্বাসন প্রক্রিয়া অনুসরণ করছেন।