‘আম বাগানের ক্রিকেটে’ শৈশবে ফিরলেন মৃত্যুঞ্জয়

শৈশবে ক্রিকেট খেলেনি, এমন লোক খুঁজে পাওয়া কঠিন। বিশেষত, চলতি শতাব্দীতে বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা পৌঁছেছে ঘরে ঘরে। বিকেল হলে ব্যাট-বল হাতে মাঠে দুরন্তপনার দৃশ্য চোখে পড়ে হরহামেশাই। গ্রামের খোলা মাঠ, বাগানের খালি জায়গায় খেলার স্মৃতি সবার মাঝেই কমবেশি আছে।
শৈশবের সেসব স্মৃতি ফিরিয়ে আনলেন ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা মৃত্যুঞ্জয় ঈদুল ফিতরের ছুটি কাটাচ্ছেন গ্রামে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ এই বোলিং অলরাউন্ডার গ্রামে গিয়েও নেমে পড়লেন ব্যাট-বল হাতে।
দলবল নিয়ে গ্রামের আম বাগানে খেলার ছবি আজ মঙ্গলবার (১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মৃত্যুঞ্জয়। ক্যাপশনে লিখেছেন— ‘আম বাগানের ক্রিকেট।’ এর আগে গতকাল ঈদের দিন নিজের একটি সেলফি শেয়ার করে ঈদের শুভেচ্ছা জানান মৃত্যুঞ্জয়। মজা করে লিখেন, ‘ঈদ মোবারক। তবে, আফসোস সালামি দিল না কেউ।’
২০২৩ সালে সর্বশেষ লাল-সবুজের জার্সি গায়ে চাপান মৃত্যুঞ্জয়। আয়ারল্যান্ডে বিপক্ষে ওয়ানডেতে তেমন সুবিধা করতে পারেননি তিনি। একই বছর ভারতের বিপক্ষে খেলা টি-টোয়েন্টিতেও জ্বলে উঠতে পারেননি মৃত্যুঞ্জয়।