বাদ পড়েছেন শান্ত, আরব আমিরাত ম্যাচে একাদশে যারা

নাজমুল হোসেন শান্তর কাছ থেকে টি-টোয়েন্টির নেতৃত্ব নিয়েছেন লিটন দাস। লিটনের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আজ শনিবার (১৭ মে) টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ একাদশে নেই শান্ত। নেই রিশাদ হোসেনও।
সিরিজের প্রথম ম্যাচে আছেন মুস্তাফিজুর রহমান। এই ম্যাচ খেলে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। বোলিংয়ে মুস্তাফিজের সঙ্গে আছেন আরও দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম সাকিব।
ওপেনিংয়ে শুরুটা করেছেন বাঁহাতি তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। টপ অর্ডারে লিটন ছাড়াও আছেন তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে জাকের আলীর সঙ্গে শামীম হোসেন পাটওয়ারী দলের ভরসা।
বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম সাকিব, ও তানভীর ইসলাম।