অভিষেকে ফেলিক্সের হ্যাটট্রিক, রেকর্ড গড়লেন রোনালদো

আল নাসেরের মৌসুম শুরুর দিনে নিজের অভিষেকটাও রাঙালেন হোয়াও ফেলিক্স। সৌদি সুপার কাপে হারের দুঃখটা ভুলে দুই পর্তুগিজের জাদুতে দারুণ এক জয় দিয়ে লিগ শুরু করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব। ফেলিক্সের হ্যাটট্রিকের ম্যাচে রোনালদো গড়েছেন নতুন এক রেকর্ড।
শুক্রবার (২৯ আগস্ট) রাতে আল তাউওনের মাঠে তাদের বিপক্ষেই ৫-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে আল নাসের। এই ম্যাচ দিয়ে সৌদি লিগে অভিষেক হয়েছে হোয়াও ফেলিক্সের। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেছেন এই পর্তুগিজ মিডফিল্ডার।
রোনালদো এদিন গোল করেছেন পেনাল্টি থেকে। এতেই নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা ২৪ মৌসুমে গোলের দেখা পেলেন এই পর্তুগিজ তারকা। এটি তার ক্যারিয়ারের ৯৪০ তম গোল।
আল তাউওনের বিপক্ষে ম্যাচের ৭ মিনিটেই বাঁ পায়ের শটে গোল করে আল নাসেরকে এগিয়ে নেন ফেলিক্স। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসের।
এরপর দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। এক মিনিট পরই ব্যবধান ৩-০ করেন কিংসলে কোমান। এই ফরাসি তারকাও এই মৌসুমেই যোগ দিয়েছেন ক্লাবটিতে।
ম্যাচের ৬৭ মিনিটে সাদিও মানের সহায়তায় বক্সের বাইরে থেকে গতিময় এক শটে বল জালে জড়ান ফেলিক্স। এরপর একদম শেষের দিকে ৮৭ মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করে নিজের হ্যাটট্রিকে পূরণ করেন ফেলিক্স। এতেই ৫-০ গোলের বড় ব্যবধানে জয় পায় আল নাসের।
সৌদে লিগে পরের ম্যাচে ১৪ সেপ্টেম্বর মাঠে নামবে রোনালদো-ফেলিক্সরা। সেদিন তাদের প্রতিপক্ষ আল খোলুদ।