টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ পরিচালনা করবেন যারা

আগামী ১১ জুন ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে যাচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের (২০২৩-২৫) ফাইনাল। এই হাইভোল্টেজ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে প্রথমবারের মতো ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকার। ফাইনাল ম্যাচ পরিচালনার জন্য ইতোমধ্যে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ফাইনালের অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ আম্পায়ার ক্রিস গাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ। ইলিংওর্থের জন্য এটি হতে যাচ্ছে বিশেষ মুহূর্ত, টানা তৃতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দায়িত্ব পালন করে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন তিনি। এর আগে তিনি ২০২১ ও ২০২৩ সালের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ইলিংওর্থ ও গাফানি জুটি আম্পায়ারিং করেছিলেন। এছাড়া, ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন গাফানি।
ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো। তিনি এর আগে গত ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছেন। চতুর্থ আম্পায়ারের দায়িত্ব ভারতের নিতিন মেননের হাতে। ম্যাচ রেফারির হিসেবে থাকছেন ভারতের সাবেক ক্রিকেটার জাভাগাল শ্রীনাথ।
এবারই প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার লক্ষ্য টানা দ্বিতীয় শিরোপা। ফাইনালের উভয় দলই তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে।