ঘুরে দাঁড়ানোর আশায় পাকিস্তান সিরিজে মাঠে নামছে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের কাছে অপ্রত্যাশিত সিরিজ হেরেছে বাংলাদেশ। অঘোষিত প্রস্তুতি সিরিজ কেটেছে লজ্জায়। এখন মিশন পাকিস্তান। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল বুধবার (২৮ মে) থেকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
সিরিজটি হওয়ার কথা ছিল ৫ ম্যাচের। নিরাপত্তাজনিত কারণে এটি এখন কমে হয়েছে ৩ ম্যাচ। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন লিটন-রিশাদরা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হার ছেলেদের মনোবল বাড়িয়েছে, দাবি করছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।
সিমন্স বলেন, ‘আরব আমিরাতে সিরিজ হারাটা কঠিন ছিল। কিন্তু, মাঝেমধ্যে এটি আপনার দলকে চাঙা করে। এই হারে ছেলেদের মনোবল বেড়েছে। পাকিস্তানে সিরিজ জেতা সম্ভব। কিন্তু, পাকিস্তান হচ্ছে পাকিস্তান। তারা সবসময়ই আনপ্রেডিক্টেবল।’
চোটের কারণে সিরিজ শেষ হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের। তাকে না পাওয়ার হতাশা আছে সিমন্সের। পাশাপাশি বাকিদেরও সুযোগ নিজেদের জায়হগা পাকা করার, এমনটিই মনে করছেন তিনি।
মুস্তাফিজ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘সে এখন দলের সিনিয়র খেলোয়াড়। আইপিএলে সে কেমন বোলিং করেছে আমরা দেখেছি। এমন কাউকে না পাওয়া অবশ্যই হতাশাজনক। দলে নিজেদের জায়গা পাকা করতে বাকিদের জন্য এটি বড় সুযোগ।’
বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন পাকিস্তান পাকিস্তান কোচ মাইক হেসন। বাংলাদেশি পেসারদের প্রশংসায় ভাসান তিনি। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এমন প্রত্যাশা হেসনের।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও তানভীর ইসলাম।