দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি তাই এখন পরিণত হয়েছে বাঁচা-মরার ম্যাচে। সিরিজ বাঁচানোর এই ম্যাচে টসে হেরে ব্যাট করবে বাংলাদেশ।
আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
ডাম্বুলার উইকেটে সাধারণত বড় রান দেখা যায়। তবে, ২০২৪ সালের পর থেকে এখানে স্পিনারদের দাপট দেখা যায় বেশি। তবে, এই মাঠে এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। পাঁচ ওয়ানডে খেলে হেরেছে তিনটিতে। তবে ২০১৭ সালে সর্বশেষ ম্যাচে ৯০ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।
এর আগে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল বাংলাদেশ। বড় রানের আভাস দিয়েও ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে দেড়শ পার করতে পেরেছিল লিটন দাসের দল। এরপর ছন্দহীন বোলিংয়ে আটকানো যায়নি শ্রীলঙ্কাকে।
দ্বিতীয় ম্যাচ জয়ের তাই বড় ভূমিকা রাখতে হবে ব্যাটারদের। লিটন-হৃদয়দের ছন্দে ফেরার বিকল্প নেই। পুরো সিরিজ জুড়েই বাংলাদেশের বোলারদের ভুগিয়েছে কুশাল মেন্ডিস আর পাথুম নিশাঙ্কা। তাসকিনদের খুঁজে বের করতে তাদের ফেরানোর কৌশল।