পিএসজির রূপকথার প্রত্যাবর্তনে টটেনহামের স্বপ্নভঙ্গ

নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগেও টটেনহাম হটস্পার মনে মনে হয়ত ট্রফি হাতে উল্লাসের ছবিই এঁকে ফেলেছিল। কিন্তু প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ফিরে এলো এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনে। উয়েফা সুপার কাপে যেনো এক রূপকথার গল্প লিখে ফিরেছে ফরাসি ক্লাবটি। শেষ মূহর্তের প্রত্যাবর্তনে পিএসজির প্রথম সুপার কাপ জয়ের স্বাদ পেয়েছে। এদিকে ট্রফি ছুঁয়ে দেখার খুব কাছে গিয়ে স্বপ্ন ভেঙেছে টটেনহামের।
গতকাল বুধবার (১৩ আগস্ট) রাতে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি ও ইউরোপা লিগ জয়ী টটেনহাম মুখোমুখি হয় উয়েফা সুপার কাপের লড়াইয়ে। ম্যাচের নির্ধারিত সময়ের তখন আর ৬ মিনিট বাকি। ইংলিশ ক্লাবটি তখনও ২-০ গোলে এগিয়ে। সেখান থেকে নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র। এরপর টটেনহামকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা হাতে উল্লাসে মেতে ওঠে ফরাসি ক্লাবটি।
টটেনহামের ডাগআউটে দাঁড়িয়ে টমাস ফ্রাঙ্ক এবং অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান রোমেরোর প্রথম ম্যাচ ছিল এটি। ম্যাচটি দারুণ খেলে যেন জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল ইংলিশ ক্লাবটি। শুরু থেকেই তারা ফরাসি ক্লাবটিকে চেপে ধরে রাখে।
ম্যাচের ৩৯ মিনিটে জোয়াও পালিনহারর ভলি পিএসজি গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারে লেগে ফিরে আসে। ফিরতে বল জালে পাঠিয়ে টটেনহামকে এগিয়ে নেন ডাচ ডিফেন্ডার ফন দে ফেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক রোমেরো। পেদ্রো পারোর ফ্রি-কিকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করে করেন আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী তারকা। এরপর ৬৫তম মিনিটে টটেনহাম আরো একবার বল জালে জড়ালেও তা অফসাইডের কারণে বাতিল হয়।
এরপরই প্রত্যাবর্তনের গল্প লেখে পিএসজি। শেষ ১০ মিনিটের খেলা চলেছে। ফিরে আসতে মরিয়া পিএসজি। ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান কমান লি কাং-ইন। বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে লক্ষ্যভেদ করেন দক্ষিণ কোরিয়ার উইঙ্গার।
এরপর যোগ করা সময়ের ছয় মিনিট চলছে। চতুর্থ মিনিটে ডান দিক থেকে উসমান দেম্বেলের ক্রসে বক্সের মাঝে দারুণ এক হেডে সমতা টানেন পর্তুগিজ তারকা গন্সালো রামোস।
এরপর অতিরিক্ত সময়ের শেষ পর্যন্ত খেলা ২-২ গোলে ড্র। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় পিএসজি।
পেনাল্টি শুটআউটে পিএসজির প্রথম শট নেন ভিতিনিহা। তবে গোল করতে পারেননি, তার শট পোস্টে লাগে। এরপর বাকি চারবারই বল জলে জড়ায় পিএসজি।
অন্যদিকে টটেনহামের দুজন খেলোয়াড় বল জালে জড়াতে ব্যর্থ হন। মিকি ফন দে ফেনের শট ঠেকিয়ে দেন পিএসজির নতুন গোলরক্ষক লুকাস শ্যাভলিয়ের এবং বাইরে মারেন মাথিয়াস তেল। এতই প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপের শিরোপা হাতে উল্লাসে মেতে ওঠে পিএসজি।