আরেকটি শিরোপা জিততে রাতে মাঠে নামছে পিএসজি

লুইস এনরিকের দর্শনে বদলে গেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসি-নেইমার-এমবাপ্পেকে এক সঙ্গে খেলিয়েও যে সাফল্য পায়নি দলটি, তরুণ এক দল নিয়ে সেই সাফল্য এনে দিয়েছেন এনরিকে। প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে প্যারিসের ক্লাবটি। স্বপ্ন পূরনের সঙ্গে সঙ্গে গত মৌসুমে ট্রেবলও জিতেছে প্যারিসিয়ানরা। সবমিলিয়ে দুর্দান্ত এক মৌসুম পার করেছে পিএসজি।
ইতিহাস গড়া মৌসুম শেষ হওয়ার এক মাস পরই নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে পিএসজি। মৌসুমের শুরুতেই আরও একটি শিরোপা জয়ের হাতছানি ডেম্বেলে-হাকিমিদের সামনে। এবার ইউরোপা লিগ জয়ী টটেনহ্যামের মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়নরা। আজ (১৩ আগস্ট) রাত ১টায় ইতালির উদিনে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে দুই দল।
উয়েফা সুপার কাপে টটেনহ্যামকে হারাতে পারলে ইতিহাস গড়ার সুযোগ তৈরি হবে পিএসজির সামনে। ২০২৫ সালে এ নিয়ে পঞ্চম শিরোপা জিতবে এনরিকের দল। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মোনাকোকে ১-০ গোলে হারিয়ে ট্রফি দে চ্যাম্পিয়ন, এপ্রিল ছয় ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে লিগ ওয়ানের শিরোপা, রেঁসকে ৩-০ গোলে হারিয়ে ফরাসি কাপ জয় এবং ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতে পিএসজি।
টটেনহ্যামকে হারালে আগামী ডিসেম্বরের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতার সুযোগ তৈরি হবে পিএসজির সামনে। সেই শিরোপাও জিতলে এক মৌসুমে ছয়টি শিরোপা জিতবে ফরাসি ক্লাবটি। যেটা এক ক্যালেন্ডার বর্ষে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জয়ের কীর্তি। এই কীর্তি আছে মাত্র দুটি দলের। ২০০৯ সালে ছয়টি শিরোপা জিতেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এরপর ২০২০ সালে এই কীর্তিতে নাম লেখায় জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
অবশ্য পিএসজির সামনে সুযোগ ছিল সবাইকে ছাড়িয়ে সপ্তম শিরোপা জয়ের। কিন্তু গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসির কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া করেছেন প্যারিসিয়ানরা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ফাইনালে ইংলিশ ক্লাবটির কাছে ৩-০ গোলে হেরেছিল পিএসজি।
চেলসির বিপক্ষে হারলেও বেশ আত্মবিশ্বাসী পিএসজি শিবির। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুপ্রেরণা যোগাবে প্যারিসিয়ানদের। মাত্র ছয় সপ্তাহ আগে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছিল এনরিকের দল। ক্লাব বিশ্বকাপেও আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে হারানোর স্মৃতিও আছে তাদের।