বেঙ্গল ক্রিকেটের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সৌরভ গাঙ্গুলী

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সাবেক এই অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে। বার্ষিক সাধারণ সভার আগে মনোনয়ন জমা দেবেন বলেও জানান তিনি।
গাঙ্গুলি নির্বাচন করলে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনায় বেশি বলে ধারণা করা হচ্ছে। সিএবির বর্তমান সভাপতিও তার ভাই স্নেহাশিস গাঙ্গুলি। লোধা কমিটির নিয়ম অনুযায়ী তার মেয়াদসীমা শেষ হয়েছে।
সিএবি ইতোমধ্যে সাধারণ সভা ও নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে। আগামী ১৪ আগস্ট অ্যাপেক্স কাউন্সিলের চূড়ান্ত বৈঠকের পর ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ সভা।
এর আগে ২০১৫ সালে সিএবির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সৌরভ। সেখান থেকেই তার প্রশাসনিক যাত্রা শুরু। একই বছর তিনি সিএবির সভাপতি হয়ে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। এরপর ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্ব পালন করেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, গাঙ্গুলী সভাপতি থাকাকালীন সময়ে বেঙ্গল ক্রিকেটে ও বিসিসিআইয়ের অনেক উল্লেখযোগ্য সাফল্য এসেছে। বেঙ্গল ক্রিকেটের পরিকাঠামো উন্নয়ন, পেশাদার কোচিং এবং খেলোয়াড়দের উন্নয়নে গুরুত্ব দেন তিনি। তার সময়ে রঞ্জি ট্রফি-সহ ঘরোয়া ক্রিকেটে ভালো করে বেঙ্গল। এছাড়া বিসিসিআই সভাপতি হয়ে বেঙ্গালুরুতে আন্তর্জাতিক মানের ন্যাশনাল ক্রিকেট একাডেমি (এনসিএ) স্থাপন, নারীদের ক্রিকেটের প্রসারে ‘উইমেনস টি২০ চ্যালেঞ্জ’ শুরু করেন।