কোচিংয়ে নাম লেখালেন সৌরভ, সহকারী পোলক

বাইশ গজের দুই কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী ও শন পোলক। একজন ব্যাট হাতে বোলারদের শাসিয়েছেন, অন্যজন বল হাতে ছিলেন ব্যাটারদের আতঙ্কের নাম। এবার দুজনকে দেখা যাবে একসঙ্গে কাজ করতে। তবে সৌরভের জন্য কোচিংয়ের অধ্যায়টা নতুন। আর সেখানেই তিনি সহকারী হিসেবে পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক পেসারকে।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টি-টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেখানে তার সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পোলককে। জোনাথন ট্রটের জায়গায় প্রিটোরিয়ার দায়িত্ব এখন সমলাতে যাচ্ছেন সৌরভ।
সৌরভ গাঙ্গুলী এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি ছিলেন। এরপর ২০১৯ সালে তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে যোগ দেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-এর সভাপতির দায়িত্ব পালন করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।
গতবছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের মালিক জেএসডাব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সৌরভ। এরপর থেকেই ফ্র্যাঞ্চাইজিটির কোচিংয়ের দায়িত্বে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। সম্ভাবনাকে সত্যি করে এবার তিনি সরাসরি কোচিংয়ে যুক্ত হলেন। এর মাধ্যমে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি দলে প্রধান কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন সৌরভ।
অন্যদিকে শোন পোলকও অনেক দিন পর কোচিংয়ে ফিরছেন। এর আগে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফে ছিলেন। এছাড়া দক্ষিণ আফ্রিকা দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
প্রিটোরিয়া ক্যাপিটালস ২০২৩ সালে লিগটির প্রথম আসরে তারা গ্রুপ পর্বে শীর্ষে থাকলেও, ফাইনালে হেরে যায় সানরাইজার্স ইস্টার্ন কেপের কাছে। এরপর ২০২৩-২৪ ও ২০২৪-২৫ মৌসুমে দুইবারই পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠতে ব্যর্থ হয়।
আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এসএ টি-টোয়েন্টির চতুর্থ আসর। তার আগে নিলাম অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।