নির্বাচকদের স্বস্তির খবর দিলেন বুমরাহ

ভারতীয় ক্রিকেট দলের বোলিংয়ের প্রধান শক্তি জাসপ্রিত বুমরাহ। ক্রিকেটের যেকোন সংস্করণেই প্রতিপক্ষের জন্য ত্রাস হয়ে ওঠেন এই পেসার। কিন্তু সম্প্রতি তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে। সর্বশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্টে এমনটিই দেখা গেছে। এরপর আলোচনায় আসে তার এশিয়া কাপ খেলা নিয়ে। এবার ভারতীয় এই পেসার নিজেই নির্বাচকদের জানিয়েছেন তিনি এশিয়া কাপ খেলতে প্রস্তুত।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ২০২৫ এশিয়া কাপ। টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি সংস্করণে।
বুমরাহ সর্বশেষ টি-টোয়েন্টি সংস্করণে খেলেছেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। এরপর ভারতের হয়ে সাদা বলের ক্রিকেটে খেলেননি আর। ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে ১৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে ভারতীয় দলের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখেন এই পেসার।
আগামী ১৯ আগস্ট অজিত আগারকারের নেতৃত্বে মুম্বাইয়ে বিসিসিআইয়ের নির্বাচকদের সভা হবে। এরপর এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করবে তারা। তখনই জানা যাবে তিনি থাকছেন কি না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের প্রতিবেদনে তুলে ধরেছে, ‘বুমরা নির্বাচকদের জানিয়েছেন, তিনি এশিয়া কাপে খেলার জন্য প্রস্তুত।’
সর্বশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার টেস্টেও তাকে খেলানো হয়েছে তিনটি ম্যাচে। সেখানেও দুইবার ৫ উইকেট তুলে নিয়ে দারুণ পারফর্ম করেছেন। ১১৯.৪ ওভার বল করে তুলে নিয়েছেন ১৪ উইকেট। মূলত তার ওপর চাপ কমাতে তাকে বাকি দুটি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেসের সাথে কথা বলা সেই সূত্র আরও জানিয়েছে, এশিয়া কাপ যেহেতু টি-টোয়েন্টি ফরম্যাটে, তাই বুমরাহকে খুব বেশি ওভার বল করতে হবে না। টিম ম্যানেজমেন্ট চাইলে কিছু ম্যাচে বিশ্রামও দিতে পারে তাকে। ইংল্যান্ডে সর্বশেষ টেস্ট খেলার পর এশিয়া কাপের আগে প্রায় ৪০ দিনের বিশ্রাম পাচ্ছেন বুমরাহ। এটা একটা ভালো দিক এবং তাকে খেলানো নিয়ে নির্বাচকদের কোন দুশ্চিন্তা নেই।