উডের ক্লাসে ‘ছক্কার’ বিশেষ কৌশল শিখছেন জাকেররা

আধুনিক ক্রিকেটে বদলে গেছে সব হিসাব-নিকাশ। ক্রিকেটের মারকাটারি সংস্করণ টি-টোয়েন্টিতে কোনো রানই এখন জয়ের নিশ্চয়তা দেয় না। অন্যান্য সংস্করণেও বেড়েছে পাওয়ার হিটিংয়ের গুরুত্ব। নেদারল্যান্ডস সিরিজ আর এশিয়া কাপের আগে সেদিকেই নজর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিটনেস ক্যাম্পের সঙ্গে মিরপুরে বিশেষ এক ক্লাসের ব্যবস্থা করেছিল বোর্ড। পাওয়ার হিটিং নিয়ে সেই ক্লাস নিয়েছেন ইংলিশ কোচ জুলিয়ান উড।
আজ সোমবার (১৮ আগস্ট) ছিল সেই ক্যাম্পের শেষদিন। ক্যাম্প শেষে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক। সেখানে শোনালেন উডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।
ইংলিশ এই কোচের কাজ নিয়ে জাকের বলেন, ‘আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ হচ্ছে। কীভাবে আরও উন্নতি করা যায়। যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে। যারা টাইমার, তাদেরকে কীভাবে আরও ২-৩ মিটার ভালো দূরত্ব দেওয়া যায়, ওই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছে।’
উড পাওয়ার হিটিংয়ের ক্লাস নিয়েছেন সচরাচর খেলা ক্রিকেট ব্যাট দিয়ে নয়। ‘প্রো ভেলোসিটি’ নামের বিশেষ এক ব্যাট দিয়ে পাওয়ার হিটিং অনুশীলন করিয়েছেন তিনি। যেই ব্যাট দিয়ে খেলা শট পারফেক্ট হলে এক ধরনের শব্দের মাধ্যমে বুঝতে পারেন ব্যাটার নিজেই।
প্রথমবার এই ব্যাট দিয়ে ড্রিল করার অভিজ্ঞতা জানাতে গিয়ে জাকের বলেন, ‘যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে, ওইটা যদি বের করা যায়, তখন ভালো লাগে। কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে, আরও এফোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে অবশ্যই কাজে দেবে।’
তবে এটা ধারবাহিকভাবে কতটা করতে পারবেন ব্যাটাররা সেটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কারণ জুলিয়ান উডের সঙ্গে বিসিবির চুক্তি মাত্র ২৮ দিনের। সেই চুক্তি অনুযায়ী আগামী ৩ নভেম্বর ফিরে যাবেন তিনি। স্বল্প এই সময়ে বাস্তবিক অর্থেই বৈপ্লবিক কিছু করা সম্ভব নয়।
উডের ক্লাসের পর দৃশ্যমান কোনো উন্নতি হয়েছে কিনা—এমন প্রশ্নে জাকের বলেন, ‘এত তাড়াতাড়ি মন্তব্য করা ঠিক হবে না। কী উন্নতি হলো, কী না হলো, এগুলো বুঝতে আরেকটু সময় লাগবে। কিন্তু আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে, ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো অবশ্যই কাজে আসবে।’
উড ভিন্নভাবে ক্লাস নিলেও ক্রিকেটারদের খেলার ধরন পাল্টে ফেলতে হবে এমন কিছু নয়। বরং যার যে শক্তি আছে সেটাকেই আরেকটু কিভাবে বাড়ানো যায়, সেটাতেই নজর দিয়েছেন কোচ জুলিয়ান উড।
জাকের বলেন, ‘যারা টাইমার, তারা কীভাবে আরও ৪-৫ মিটার বাড়াতে পারে শটের দূরত্ব, সেটা নিয়ে কাজ করার কথা বলেছে। টাইমারদের কিন্তু পাওয়ার হিটার হতে বলেনি সে। টাইমাররা টাইমারই থাকবে। তারা কীভাবে শটের দূরত্ব আরও ৪-৫ বা ৬ মিটার বাড়াতে পারে...এটা হলে যা হবে, আগে যেটা আউট হতো, সেটা এখন ছক্কা হয়ে যাবে।’