বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান

বাংলাদেশ-আফগানিস্তানের লড়াই গত কয়েক বছর ধরেই ছড়াচ্ছে উত্তাপ। মাঠ ছাপিয়ে মাঠের বাইরেও চলছে আলোচনা। টুর্নামেন্টে যেমন, তেমনি দ্বিপাক্ষিক সিরিজেও চোখ থাকে ভক্তদের। আসন্ন এশিয়া কাপের পর ফের একবার মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আজ রোববার (২৪ আগস্ট) সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
সিরিজে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে দুদল। আগামী অক্টোবরে মাঠে গড়াবে সিরিজ। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশকে আতিথ্য দেবে আফগানরা।
টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে শুরু হবে সিরিজটি। সূচি অনুযায়ী, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আগামী ২ অক্টোবর। ৩ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি এবং একদিন বিরতি দিয়ে ৫ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি ৮ অক্টোবর। দ্বিতীয় ওয়ানডে ১১ অক্টোবর এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৪ অক্টোবর। তারিখ নিশ্চিত হলেও সময় চূড়ান্ত করেনি এসিবি।
সিরিজ নিয়ে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিব খান বলেন, ‘সিরিজে বাংলাদেশকে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের সম্পর্কের দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যু হওয়া সত্ত্বেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার যৌথ প্রতিশ্রুতির কথাই তুলে ধরে। ক্রিকেট ভক্তরা দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ দেখার জন্য মুখিয়ে থাকেন।’