যে কারণে সোহান-সাইফে আস্থা রেখেছে বিসিবি

সাম্প্রতিক দিনগুলোতে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নুরুল হাসান সোহান ও সাইফ হাসান টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য ষোষিত টি-টোয়েন্টি দলে আছেন দুজনই।
সোহান প্রসঙ্গে শনিবার (২৩ আগস্ট) গাজী আশরাফ বলেন,‘সোহানের খেলার ধরণের ওপর আমাদের আত্মবিশ্বাস ও আস্থা আছে। বিশেষ করে ৫ বা ৬ নম্বর পজিশনে। আমরা মনে করি, সে আমাদের খুবই ভালো পছন্দ। এই মুহূর্তে জাকের আলী অনিকের সেরা ব্যাকআপ সোহান।’
আড়াই বছরেরও বেশি সময় আগে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহান। দেশের জার্সিতে ২০২৩ সালের এশিয়ান গেমসে সর্বশেষ খেলেছেন সাইফ।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে খেলতে বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে আছেন সোহান ও সাইফ। গত বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচে ১৩৮.৯৩ স্ট্রাইক রেটে ১৮২ রান এবং জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) একই দলের জার্সিতে ৫ ম্যাচে ৬৫ রান করেছিলেন সোহান।
গত বিপিএলে সোহানের সঙ্গে একই দলে খেলেছিলেন সাইফ। ১৩ ম্যাচে ৩০৬ এবং জিএসএলে ৪ ম্যাচে ৮৪ রান করেছিলেন তিনি।
সোহানের মত সাইফকেও ব্যাকআপ হিসেবে দলে রাখা হয়েছে বলে জানান গাজী আশরাফ। ব্যাটিং অর্ডারে সাইফ যে কোনো পজিশনে ভালো বিকল্প উল্লেখ করে তিনি বলেন, ‘সে এক বা দুই ওভার বল করতে পারে। ৩ বা ৪ নম্বর পজিশনে ব্যাট করতে পারে এবং যদি আমাদের ওপেনার দরকার হয়, তাহলে সেখানেও খেলতে পারে। সাইফকে দলে নেওয়ার কারণ হলো, আমরা এমন খেলোয়াড় খুঁজছি, যে বিভিন্ন জায়গায় অবদান রাখতে পারে।’
এখন পর্যন্ত ৭৫টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচে ১১ উইকেট নিয়েছেন অফ-স্পিনার সাইফ। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট এবং লিস্ট ‘এ’-তেও কার্যকরী বোলিং বিকল্প তিনি।