দেশি কোচদের সঙ্গে বৈঠক শেষে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বরাবরই বিদেশি কোচের উপর নির্ভর। তবে, অনেকদিন ধরেই শোনা যাচ্ছে দেশি কোচদের মূল্যায়নের কথা। সেটা বাস্তবায়নে কিছুটা অগ্রসরও হয়েছে বোর্ড। জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে। আজ আবার ঘরোয়া ক্রিকেটে কোচিং করান এমন কোচদের নিয়ে আলোচনায় বসেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ সোমবার (১৪ জুলাই) ক্রিকেটে কাজ করেন এমন কোচ, ট্রেনার, ফিজিওথেরাপিস্ট ও পারফরম্যান্স অ্যানালিস্টদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন- বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ, এইচপি ও বাংলা টাইগার্সের কোচরাও। এ ছাড়া বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনামরাও ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিসিবি।
বিসিবির এই বৈঠকে সম্ভাবনাময় ক্রিকেটারদের খুঁজে বের করে পরিচর্যা করা, ক্রিকেটারদের নিয়ে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা, পারফরম্যান্স প্রোগ্রাম তৈরি ও পরিচালনা, ডেটা অ্যানালাইসিস করে ক্রিকেটারদের উন্নয়নের দিকগুলো খুঁজে বের করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও এইচপি দলের সূচি নির্ধারণ, লক্ষ্য নির্ধারণ ও কাঠামোগত উন্নয়নের বিষয়গুলো নিয়েও আলোচনা করা হয়।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ নির্ভর করছে প্রতিভা অন্বেষণ ও বিকাশে আমরা কতটা সমন্বয় করতে পারছি তার উপর। আজকের এই আলোচনা ছিল আমাদের হাই-পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও অবকাঠামোগত উন্নয়ন প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে এক গুরুত্বপূর্ণ ধাপ।’
দেশের ক্রিকেটের উন্নয়নে জোর দেওয়ার কথা জানিয়ে বুলবুল আরও বলেন, ‘ক্রিকেটের উন্নয়নের গতি ধরে রাখতে হলে আমাদের প্রয়োজন স্পষ্ট লক্ষ্য, তথ্যভিত্তিক বিশ্লেষণ এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা।’
বিসিবির এইচপি ইউনিট ও অবকাঠামোকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যে দেশীয় কোচদের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।