ইতিহাস গড়ে লিভারপুলকে জেতালেন ১৬ বছর বয়সী এনগুমোয়া

ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচের পর আরো একবার শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পেয়েছে লিভারপুল। এদিন নিউক্যাসেলের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ইতিহাস গড়েছেন ১৬ বছরের কিশোর রিও এনগুমোয়া। তার গোলেই গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে নিউক্যাসেলের বিপক্ষে রোমাঞ্চকর এক লড়াই শেষে ৩-২ ব্যবধানে জিতেছে অল রেডরা।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড় কিশোর এনগুমোয়া। গতকাল লিভারপুলের জার্সিতে জয়সূচক গোলটি করে ক্লাবটির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা এখন তিনি। এদিন তার বয়স ছিল ১৬ বছর ৩৬১ দিন। প্রিমিয়ার লিগে ১৬ বছর বয়সে গোল করা দ্বিতীয় খেলোয়াড় এখন তিনি।
এনগুমোয়ার আগে সর্বশেষ ২০০২ সালে এভারটনের হয়ে আর্সেনালের বিপক্ষে ১৬ বছর ৩৬০ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন ওয়েইন রুনি। বয়সের হিসাবে রুনির চেয়ে মাত্র এক দিন বেশি বয়সে লিভারপুলের হয়ে জয়সূচক গোল করেছেন এনগুমোয়া।
ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে ম্যাচের শুরুতে দাপট দেখিয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। তবে প্রথমার্ধের ৩৫ মিনিটে আচমকাই এগিয়ে যায় লিভারপুল। সবাইকে চমকে দিয়ে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে দুর্দান্ত গোল করেন রায়ান গ্রাভেনবার্চ।
এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ১০ জনের দলে পরিণত হয় আরও বড় ধাক্কা খায় নিউক্যাসেল। লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইককে বিপজ্জনক ট্যাকেলের জন্য সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যান্থনি গর্ডন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। বিরতির পর মাত্র ২৩ সেকেন্ডের মাথায় লিভারপুলকে আবারও এগিয়ে নেন হুগো একিতিকে। লিভারপুলের নতুন এই তারকা ক্লাবের হয়ে এই নিয়ে টানা তিন ম্যাচে গোল করলেন।
এরপর ১০ জন নিয়েও ঘুরে দাঁড়ানো অসম্ভব মনে হচ্ছিল নিউক্যাসেলের জন্য। তবে ঘরের মাঠে সেটাকে সম্ভব করেছে নিউক্যাসেল। ৫৭ মিনিটে ব্রুনো গিমারেস হেডে গোল করে ব্যবধান কমান। এরপর ম্যাচের একবারে শেষ দিকে ৮৮ মিনিটে বদলি হিসেবে নামা উইলিয়াম ওসুলা চমৎকার এক শটে সমতায় ফেরান নিউক্যাসেলকে।
তবে খেলার আসল রোমাঞ্চটা তৈরি হয় যোগ করা ১০ মিনিট সময়ে। লিভারপুলের কিশোর ফরোয়ার্ড এনগুমোয়া ঠান্ডা মাথায় গোল করে জয় নিশ্চিত করেন ইংলিশ চ্যাম্পিয়নদের।