বাংলাদেশ সিরিজের আগে নেদারল্যান্ডস দলে চমক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে দুদলের লড়াই। সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে ডাচরা। তবে এবার দলে তিনটি পরিবর্তন এনেছে তারা। চমক দিয়ে দলে জায়গা পেয়েছে ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি লাঙ্গে। এছাড়া ডানহাতি পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকারও ফিরেছে ডাচ দলে।
চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। আরেকজন অরলাউন্ডার সাকিব জুলফিকার ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। সাকিবের জায়গায় দলে ডাক পেয়েছেন তার ভাই সিকান্দার জুলফিকার।
২৮ বছর বয়সী সিকান্দার ব্যাটিংয়ের পাশাপাশি করেন স্পিন বোলিং। ২০১৯ সালের পর এবারই প্রথম জাতীয় দলে ফিরছেন তিনি। ২০২৩ সালে ইউরোপিয়ান ক্রিকেট চ্যাম্পিয়নশিপে নেদারল্যান্ডস ‘এ’ দলের হয়ে স্পেনের বিপক্ষে ২১ বলে ৯২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।
সর্বশেষ ২০২১ সালে নেদারল্যান্ডসের হয়ে খেলা পেসার সেবাস্টিয়ান ব্রাটও দীর্ঘদিন পর জায়গা পেয়েছেন দলে।
দলে সবচেয়ে বড় চমক ১৭ বছর বয়সী ডি লাঙ্গে। অনূর্ধ্ব-১৯ পর্যায়, ক্লাব ক্রিকেট এবং সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি প্রো সিরিজে দুর্দান্ত পারফর্ম করে দলে জায়গা করে নিয়েছেন এই তরুণ।
বাঁহাতি ব্যাটার ডি লাঙ্গে লেগস্পিনও করতে পারেন। সর্বশেষ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ইউরোপ কোয়ালিফায়ারে ৫ ম্যাচে ১৭৭ রান করার পাশাপাশি ৭ উইকেট তুলে নেন সেড্রিক। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বাছাইয়ে সেঞ্চুরি করেন তিনি।
৩০ আগস্ট থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজের পরের দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর।
নেদারল্যান্ডস স্কোয়াড:
স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও'দাউদ, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেদ্রিক ডি লাঙ্গে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন ম্যাকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্রাট, টিম প্রিঙ্গলে।