কত টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ম্যাচ?

এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে দুদলের লড়াই। এর আগে আজ মঙ্গলবার (২৬ আগস্ট) টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সিলেট স্টেডিয়ামের গ্যালারিতে ছয়টি ক্যাটাগরিতে খেলা দেখা যাবে। দর্শকরা সর্বনিম্ন ১৫০ টাকায় দেখতে পারবেন ম্যাচ। গ্রীন গ্যালারির টিকিট মূল্য এটি। পশ্চিম পাশের শহিদ তুরাব স্ট্যান্ডেও খেলা দেকা যাবে দেড়শ টাকায়। উত্তর-পূর্ব দিকের শহিদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউজের ব্লক এ-ওয়ান থেকে ই-ওয়ান পর্যন্ত টিকিটের দাম ধরা হয়েছে ৫০০ টাকা।
আর গ্র্যান্ড স্ট্যান্ডের ওপর ও নিচে দুদিকেই টিকিটের মূল্য সবচেয়ে বেশি। একটি টিকিটের জন্য সেখানে গুণতে হবে ২ হাজার টাকা।
আজ সন্ধ্যা ৬টা থেকে বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটে ছাড়া হবে টিকিট। আগ্রহী দর্শকরা সেখান থেকে কিনতে পারবেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩০ আগস্ট। একদিন বিরতি দিয়ে ১ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। ৩ সেপ্টেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে নলিটন দাস-জাকের আলীরা। সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।