দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে ডাচরা। সেখানে তিন ঘণ্টার মতো লাউঞ্জে থেকে দুপুরে সিলেটের উদ্দেশে রওনা দেন তারা। ইতোমধ্যে সিলেটে পৌঁছেছে সফরকারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবকটি ম্যাচই হবে সেখানে।
এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল। সিরিজ শুরুর আগে গতকাল দলে তিনটি পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস। চমক দিয়ে দলে জায়গা পেয়েছে ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি লাঙ্গে। এছাড়া ডানহাতি পেসার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকারও ফিরেছে ডাচ দলে।
আগামীকাল সন্ধ্যা ও এর পরদিন দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে ডাচদের। এশিয়া কাপের আগে ঘরের মাটিতে নিজেদের ঝালিয়ে নিতে ডাচদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ৩০ আগস্ট। বাকি দুই ম্যাচ ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
নেদারল্যান্ডস স্কোয়াড :
স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও'দাউদ, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেদ্রিক ডি লাঙ্গে, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন ম্যাকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্রাট, টিম প্রিঙ্গল।