মেসি কবে মাঠে ফিরবেন?

দল মাঠে খেলছে আর গ্যালারিতে বসে সতীর্থদের খেলা দেখছেন লিওনেল মেসি, ইন্টার মায়ামির শেষ কয়েক ম্যাচের নিয়মিত চিত্র এটি। দলের সেরা তারকাও হয়তো পায়ের জাদুতে মাঠ মাতিয়ে রাখতে চাইছেন। কিন্তু চোট তাকে সেই সুযোগ দিচ্ছে না। তবে এবার লিগস কাপের সেমিফাইনালে মেসির মাঠে ফেরার আভাস দিলেন মায়ামির সহকারি কোচ হাভিয়ের মোরালেস।
মোরালেস জানিয়েছেন দলের দুই তারকা খেলোয়াড় মেসি ও জর্দি আলবাকে তারা পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) অরল্যান্ডো সিটির বিপক্ষে লিগস কাপ সেমিফাইনালে তাদের খেলা হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। দুজনের অনুশীলনে ফেরা অবশ্য একটু হলেও আশা জাগাচ্ছে তাদের।
সোমবার ও মঙ্গলবার দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে ফিরেছেন মেসি ও আলবা। যে কারণে সেমিফাইনালে তাদের খেলানোর সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছে কোচিং স্টাফরা।
মেসিরে ফেরা নিয়ে মোরালেস বলেন, ‘লিও অনুশীলন করেছে এবং পুরো সেশন শেষ করেছে, যা খুবই ইতিবাচক। আমরা আশা করছি সে স্কোয়াডে থাকবে। তবে সে কেমন অনুভব করছে, তা দেখেই আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। এই ধরনের চোটগুলো প্রতিদিন পর্যবেক্ষণ করতে হয়, কারণ অবস্থা দিনে দিনে পরিবর্তিত হতে পারে এবং পরদিন সকালে সে কেমন থাকে সেটিও গুরুত্বপূর্ণ। তাই এখনো আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না, কারণ চূড়ান্ত স্কোয়াড পাঠানো হয়নি। আমার ধারণা, অন্ততপক্ষে সে দলে থাকবে।’
লিগস কাপের কোয়ার্টার ফাইনালেও টাইগ্রেস ইউএনএল-এর বিপক্ষে মেসির খেলার ছিল। ডান পায়ের পেশির হালকা চোটের কারণে সেদিন মাঠে নামতে পারেননি মেসি। অন্যদিকে, সেই ম্যাচেই হাঁটুতে আঘাত পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়েন আলবা।
১৬ আগস্ট এলএ গ্যালাক্সির বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন মেসি। মাঠে নেমেই নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে একটি গোলও করিয়েছেন। সেই ম্যাচের পর আবারও চোট অনুভব করায় তাকে আরও এক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হয়।
গত ২ আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ডান পায়ের মাংসপেশিতে চোট পান আর্জেন্টাইন সুপারস্টার। সেই ম্যাচে মাত্র ১১ মিনিট খেলতে পারেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।