চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে প্রতিপক্ষ হিসেবে কে কাকে পেল?

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শুরু হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর। নতুন নিয়মে ৩৬ দলের টুর্নামেন্টের দ্বিতীয় আসর এটি। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে। মোনাকোর গ্রিমালদি ফোরামে আজ রাত ১০টায় নির্ধারণ করা হয় কোন দল প্রতিপক্ষ হিসেবে কাকে পাচ্ছে।
সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি মুখোমুখি হবে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার।
চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দল রিয়াল মাদ্রিদ মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির।
টুর্নামেন্টটির এবারের আসরের গ্রুপ পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি।
৩৬ দলের টুর্নামেন্ট থেকে গ্রুপ পর্ব শেষে শীর্ষ ৮ দল সরাসরি দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে।
টেবিলের ৯ নম্বর থেকে ২৪ নম্বর এই ১৬ টি দলের মধ্যে প্লে-অফ শেষে আরো ৮ দল জায়গা পাবে শেষ ১৬ তে।
ড্রতে ৩৬ দলকে রাখা হয় ৪টি পটে। পটগুলো সাজানো হয়েছিল উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে। যেখানে প্রথম পটের ১ নম্বর দল ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। এছাড়া এই পটের বাকি ৭টি দল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড ও বার্সেলোনা।
প্রথম পটের নামগুলো একের পর এক তোলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। এরপর সুপার কম্পিউটার প্রেস করেন ব্রাজিলিয়ান তারকা কাকা, এতে স্বয়ংক্রিয়ভাবে কে কাকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এবং ভেন্যু কোনটি হচ্ছে তা সামনে চলে আসে।
প্রতিটি দল একেকটি পট থেকে ২টি করে মোট ৮ টি দলের মুখোমুখি হবে। যেখানে পটের একটি দলের সঙ্গে হোম এবং অপরটির সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলবে। অর্থাৎ গ্রুপ পর্বে একটি দলকে ৪ টি ম্যাচ নিজেদের মাঠে এবং ৪ টি ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলতে হবে ।
আরো বেশকিছু নিয়ম মানা হয় ড্রতে। একই দেশের দুইটি দল একে অপরের মুখোমুখি হতে পারবেনা গ্রুপ পর্বে। এছাড়া একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি দলের মুখোমুখি হতে পারবে নতুন এই ড্রয়ের নিয়ম অনুযায়ী।
মোনাকোর গ্রিমালদি ফোরামে আজ ড্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী ও পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো। এরপর মঞ্চ আলোকিত করেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও সহকারী সাধারণ সম্পাদক জর্জিও মারচেট্টি।
প্রতিপক্ষ ও ভেন্যু নির্ধারণ করা হলেও পূর্ণাঙ্গ ফিকশ্চার প্রকাশ করা হয়নি। কবে কোন খেলা মাঠে গড়াবে সেটি শনিবার জানাবে উয়েফা।
এক নজরে দেখে নেওয়া যাক কে কার মুখোমুখি হতে যাচ্ছে:
পিএসজি : বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহাম (হোম), স্পোর্তিং লিসবন (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।
রিয়াল মাদ্রিদ : ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।
ম্যানচেস্টার সিটি : বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারাই (হোম) ও মোনাকো (অ্যাওয়ে)।
বায়ার্ন মিউনিখ : চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং লিসবন (হোম), পিএসভি আইন্দহফেন (অ্যাওয়ে), ইউনিয়ন সাঁ–জিলোয়া (হোম) ও পাফোস এফসি (অ্যাওয়ে)।
লিভারপুল : রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্শেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারাই (অ্যাওয়ে)।
ইন্টার মিলান : লিভারপুল (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম) ও ইউনিয়ন সাঁ–জিলোয়া (অ্যাওয়ে)।
চেলসি : বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম) ও কারাবাগ (অ্যাওয়ে)।
বরুসিয়া ডর্টমুন্ড : ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম) ও কোপেনহেগেন (অ্যাওয়ে)।
বার্সেলোনা : পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসল (অ্যাওয়ে)।
আর্সেনাল : বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), কাইরাত আলমাতি (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।