যা দেখছি, প্রথম লাগছে : বুলবুল

নির্বাচন শুরুর আগেই নিশ্চিত হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমিনুল ইসলাম বুলবুলের পরিচালক হওয়া। এবার ভোট দিলেন ঢাকা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোট দেওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে বুলবুল বলেন, ‘আমি তো আগে কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। যা-ই দেখছি, প্রথম লাগছে। যা বলার নির্বাচন শেষ হলে বলব।’
বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলবে আজ বিকেল ৪টা পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় জানানো হবে বোর্ড পরিচালক পদে ভোটের প্রাথমিক ফলাফল। এরপর নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় নির্ধারিত হবেন বিসিবির সভাপতি ও দুই সহসভাপতি, যার আনুষ্ঠানিক ঘোষণা আসবে রাত ৯টায়।
এই নির্বাচনের মাধ্যমে গঠিত হবে ২৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ। এর মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত হবেন দুজন, বাকি ২৩ জন নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে।