বিসিবি নির্বাচন : ভোট গ্রহণ শেষে চলছে গণনা

যে উন্মাদনা আর আমেজ নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) নির্বাচন, শেষ পর্যন্ত সেটি আর পাওয়া গেল না। নানা বিতর্ক আর অভিযোগকে সঙ্গী করেই শেষ হলো ভোট গ্রহণ। আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলেছে ভোট গ্রহণ। এখন চলছে গণনা।
নির্বাচনে শেষ পর্যন্ত ক্যাটাগরি-১ রাজশাহী ও রংপুর দুই বিভাগ মিলিয়ে ভোটার সংখ্যা দাঁড়িয়েছিল আটটি করে মোট ১৯টি। এর মধ্যে রাজশাহী বিভাগে ভোট পড়েছে সাতটি। ই-ভোট দিয়েছেন ছয় জন আর একজন ভোট দিয়েছেন সরাসরি কেন্দ্রে এসে। বাকি দুজন ভোট দেননি। রংপুর বিভাগে ভোট পড়েছে পাঁচটি। এর মধ্যে ই-ভোট দিয়েছেন তিন জন আর দুজন ভোট দিয়েছেন সরাসরি কেন্দ্রে এসে। বাকি চারজন ভোট দেননি।
ক্যাটাগরি- ২ এ ৭৬ ভোটের বিপরীতে ভোট পড়েছে ৪৩টি। যার মধ্যে ৩৪টি ই-ভোট ভোট পড়েছে আর ৯ জন সরাসরি কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। ৩৩ জন ভোটার ভোট প্রদান করেননি।
সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে ক্যাটাগরি-৩ এ। এই ক্যাটাগরিতে ৪৫ ভোটের বিপরীতে ভোট পড়েছে ৪৪টি। এই ক্যাটাগির থেকেই সরাসরি কেন্দ্রে এসে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন। ৩৯ জন ভোট দিয়েছেন কেন্দ্রে এসে আর পাঁচজন দিয়েছেন ই-ভোট। একজন ভোট প্রদান করেননি।
এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক। তবে আগেই আটজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচন হয়েছে শুধু রংপুর ও রাজশাহী বিভাগে দুটি পরিচালক পদের জন্য। অন্যদিকে, ক্যাটাগরি-২ এ ১২ পরিচালক পদের বিপরীতে লড়েছেন ১৩ জন। আর ক্যাটাগরি-৩ এ একটি পরিচালক পদের বিপরীতে রয়েছেন দুজন।