সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় নিহত চার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2021/10/14/aptopix-mideast-israe_horo4.jpg)
সিরিয়ার মধ্যাঞ্চলে বুধবার ইসরায়েলি বিমান হামলায় একজন সিরীয় সেনা ও ইরানপন্থি তিন যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এর আগে সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, হোমস প্রদেশের পালমিরা শহরের কাছে এই হামলায় একজন সেনা নিহত ও আরো তিনজন আহত হয়েছে।
ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, পালমিরার পূর্বাঞ্চলে ইরানের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে একজন সিরীয় সেনা ও ইরানপন্থি তিন যোদ্ধা নিহত হয়। তবে ইরানপন্থি এই তিন যোদ্ধার পরিচয় প্রকাশ করা হয়নি।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/10/14/capture5.jpg 509w)
এদিকে গত সপ্তাহে একই বিমান ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানপন্থি দুই যোদ্ধা নিহত হয়েছে। ওই হামলায় আরো ছয় সেনা আহত হয়।
সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল নিয়মিতভাবেই দেশটির অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে আসছে। মূলত সিরিয়ার সরকারি বাহিনী এবং ইরান ও হিজবুল্লাহ বাহিনী লক্ষ্য করে তেলআবিব এসব হামলা চালায়।