ক্ষতিকর উপাদান থাকায় ক্যান ফিরিয়ে নিলো কোকা-কোলা

কিছু পানীয়ে বিপজ্জনক মাত্রায় ক্লোরেটের মতো বিষাক্ত পদার্থ থাকায় তা যুক্তরাজ্য থেকে সরিয়ে নিতে বলেছে কোকা-কোলার সহযোগী ও বটলিং পার্টনার সংস্থা৷যুক্তরাজ্যে ‘অল্প সংখ্যক’ কোকা-কোলা ও অ্যাপেলটাইজার পানীয়ের ক্যান সেখানকার বাজার থেকে সরিয়ে নিতে হয়েছে৷ কারণ, সেই পানীয়ে রয়েছে ক্লোরেট নামের রাসায়নিক পদার্থের উচ্চ মাত্রা৷এই সিদ্ধান্তের ফলে ৩৩০ মিলিলিটারের কোকা-কোলা, ডায়েট কোক, কোকা-কোলা জিরো ও স্প্রাইট...