ইরানে বাস দুর্ঘটনায় ২৮ পাকিস্তানি শিয়া পূণ্যার্থী নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/21/312feb85-701e-4560-b144-13aed21c14ca.jpg)
শিয়া মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে যাওয়ার পথে ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াজদ প্রদেশে এক বাস দুর্ঘটনায় ২৮ জন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে। ইরানের সরকারি গণমাধ্যমের বরাত দিয়ে দুর্ঘটনার এই সংবাদ দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ইরানের ইয়াজদ প্রদেশের দেহসির-তাফট চেক পয়েন্ট এলাকায় বাসটি ৫১ জন পাকিস্তানি যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে যায় উল্টে এতে আগুন ধরে যায়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/21/paakistaan-durghttnaa-inaar.jpg)
টেলিভিশনের প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনায় ২৮ জন মারা গেছে এবং আরও ২৩ জন আহত হয়েছে। পাশাপাশি নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
ইয়াজদ প্রদেশের সংকট ব্যবস্থাপনা বিভাগের প্রধান আলি মালেক-জাদেহ জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তিনি আরও জানান, আহত ২৩ জনের মধ্যে ছয়জনকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া সাতজনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে ১১ জন নারী ও ১৭ জন পুরুষ রয়েছে।
পাকিস্তানি পূণ্যার্থীরা ইরাকে শিয়া সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান আরবাইন স্মরণসভায় যোগ দিতে যাচ্ছিলেন। শিয়াদের ক্যালেন্ডার অনুসারে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)এর নাতি ইমাম হোসেনের শাহাদতবার্ষিকী পালনের ৪০তম দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইরাকের মাজারের শহর কারবালায় গত বছর দুই কোটি ২০ লোক অংশ নিয়েছিল। এই শহরেই শহীদ হোসেন ও তার ভাই শহীদ আব্বাসকে দাফন করা হয়।