ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আম্বানি দম্পতি
মার্কিন যুক্তরাষ্ট্রে আর কয়েক ঘণ্টার মধ্যে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) হোয়াইট হাউসে শপথ নেবেন তিনি। ট্রাম্পের শপথ উপলক্ষে দেশটির রাজধানী ওয়াশিংটনে সাজ সাজ রব। সেইসঙ্গে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো শহর।
শপথ উপলক্ষে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, ধনকুবের ও প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা ওয়াশিংটনে হাজির হয়েছেন। ভারত থেকে সেখানে গেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও তার স্ত্রী রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নিতা আম্বানি।
ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প তাঁর ঘনিষ্ঠজনদের নিয়ে দিয়েছেন একান্ত আড্ডা। সেই আড্ডার কয়েক সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। যেখানে ট্রাম্পের সামনে হাসিমুখে দেখা যাচ্ছে নীতা ও মুকেশ আম্বানিকে। এসময় ট্রাম্পের সঙ্গে ছবিও তুলেছেন তাঁরা। প্রাইভেট পার্টিতে শাড়ি আর সাজে নজর কেড়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন নীতা আম্বানি। ট্রাম্পের এই পার্টিতে নীতা আম্বানি ২০০ বছরের পুরোনো গয়না পরে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।