ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত পুতিন : ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন বলে জানিয়েছে ক্রেমলিন। এর জন্য পুতিন ওয়াশিংটন থেকে সংকেতের অপেক্ষায় রয়েছেন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টও জানিয়েছেন, তারা ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছেন।
এ প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন প্রস্তুত আছেন। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংকেতের জন্য অপেক্ষা করছি।’ তবে এই দুই নেতার মধ্যে বৈঠকের ব্যাপারে আর কোনো মন্তব্য করতে রাজি হননি পেসকভ।
রাশিয়া যুক্তরাষ্ট্রে তেলের যে দাম পায় তা কমিয়ে দিলে ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এই দাবি প্রত্যাখ্যান করে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, ‘এই সংঘাত তেলের দামের ওপর নির্ভর করে না।’
এদিকে ট্রাম্প রাশিয়াকে হুমকি দিয়ে বলেছেন, মস্কো যদি সংঘাতের অবসান ঘটাতে রাজি না হয় তবে তারা আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হবেন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেছেন, তিনি সৌদি আরব এবং ওপেককে তেলের দাম কমাতে বলবেন। তিনি বলেন, ‘যদি তেলের দাম কমে যায়, তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ হয়ে যাবে।’