কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা বাতিল করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা বাতিল করেছেন। দেশটির সরকারি কর্মকর্তারা শুক্রবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। এটি রিপাবলিকান দলের সদস্য হিসেবে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নেওয়া বড় ধরনের একটি পদক্ষেপ। খবর এএফপির।
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হওয়া ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের জন্য অফিস ছাড়ার পর থেকে ছয় মাস পর্যন্ত সিক্রেট সার্ভিস নিরাপত্তা দেওয়ার রীতি রয়েছে, যা ২১ জুলাই শেষ হয়ে গিয়েছিল।
কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন একটি গোপন আদেশে হ্যারিসের জন্য এই সময়সীমা এক বছর বাড়িয়েছিলেন, যা ট্রাম্প এখন বাতিল করলেন। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
কমলা হ্যারিসের অফিস থেকেও এই পদক্ষেপের সত্যতা নিশ্চিত করা হয়েছে। হ্যারিসের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা কার্স্টেন হ্যারিস বলেন, "ভাইস প্রেসিডেন্ট তার পেশাদারিত্ব, নিষ্ঠা এবং নিরাপত্তার প্রতি অবিচল প্রতিশ্রুতির জন্য যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কাছে কৃতজ্ঞ।"
যদিও নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে কমলা হ্যারিস খুব একটা প্রকাশ্যে আসেননি, কিন্তু তার লেখা ব্যর্থ প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে একটি বইয়ের প্রচারণার জন্য এই শরৎকালে তার সফরে যাওয়ার কথা রয়েছে। এই সফরের কারণে তাকে প্রায়শই জনগণের সামনে আসতে হবে।
ট্রাম্পের বিরুদ্ধে তার সংক্ষিপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের ভেতরের চিত্র নিয়ে লেখা হ্যারিসের বইটির নাম "১০৭ দিন"। সিমন অ্যান্ড শুস্টার কর্তৃক প্রকাশিত এই স্মৃতিকথাটি ২৩ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশ পাবে।
যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাট দলের প্রার্থী হয়েছিলেন যখন জো বাইডেন (যার বয়স এখন ৮২) তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কারণে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়িয়েছিলেন।

হ্যারিস বলেন, তিনি বইটি "স্পষ্টতা এবং প্রতিফলন" নিয়ে লিখেছেন এবং এতে তিনি নির্বাচনের "নেপথ্যের বর্ণনা" দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
২০২৪ সালের জুলাই মাসে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনি প্রচারাভিযানে ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টার হামলার পর ট্রাম্প প্রশাসন বর্তমান কর্মকর্তাদের নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা বারবার বললেও হ্যারিসের নিরাপত্তা তুলে নেওয়ার এই পদক্ষেপ নেওয়া হলো।