ইসরায়েলের নিরাপত্তাপ্রধান রোনেন বার বরখাস্ত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিরোধে পূর্বাভাস দিতে ব্যর্থতার দায়ে দেশটির নিরাপত্তাপ্রধান রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ এপ্রিল ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান হিসেবে দায়িত্ব শেষ করতে যাচ্ছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা রোনেন বারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে। মন্ত্রিসভা সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তে সায় দেয়। ২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য শিন বেটের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া রোনেন বার। এই পদচ্যুতির সিদ্ধান্তকে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বিবৃতিতে বলেন, তার সঙ্গে রোনেন বারের সম্পর্কের মধ্যে ক্রমাগত অবিশ্বাস তৈরি হয়েছে এবং এটি সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে। নেতানিয়াহু দাবি করেছেন, শিন বেট হামাসের ৭ অক্টোবরের হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইসরায়েলি জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জেরুজালেমে সরকারবিরোধী বিক্ষোভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ইসরায়েলের নতুন হামলার বিরুদ্ধে এই বিক্ষোভে যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ।
এদিকে, গত দুই মাসের যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে গাজায় নতুন করে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই হামলায় ৫৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।