ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলা, নিহত ৬৪

গাজাজুড়ে ঈদের দিন নতুন পোশাক পরে মিষ্টির সন্ধানে বেরিয়ে আনন্দে মেতেছিল শিশুরা। তবে সেই আনন্দ দ্রুতই বিষাদে পরিণত হয়। কারণ এদিন ইসরায়েলি বোমা হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হন।
গাজার কর্মকর্তারা জানিয়েছেন, ইদুল ফিতরের প্রথম দিন ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশুরাও রয়েছে। খবর আল-জাজিরার।

এদিকে, ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, এক সপ্তাহ আগে রাফার কাছে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো থেকে তারা আটজন চিকিৎসাকর্মী, পাঁচজন সিভিল ডিফেন্স কর্মী এবং একজন জাতিসংঘ কর্মীর মরদেহ উদ্ধার করেছে।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সংস্থা (আইএফআরসি) এই হামলার নিন্দা জানিয়ে একে ‘বিধ্বংসী ঘটনা’ বলে অভিহিত করেছে। সংস্থাটি বলেছে, এটি ২০১৭ সালের পর থেকে তাদের কর্মীদের ওপর চালানো সবচেয়ে ভয়াবহ হামলা এটি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ২৭৭ ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১৪ হাজার ৯৫ জন আহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম অফিস প্রায় দুই মাস আগে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে জানিয়েছিল, যাদের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো মানুষও অন্তর্ভুক্ত।