ভারতে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

ভারতের পশ্চিমাঞ্চলের একটি অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (১ এপ্রিল) গুজরাট রাজ্যের দিসা শহরে ঘটনাটি ঘটে।
দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাট রাজ্যের দিসা শহরে একটি কারখানা কমপ্লেক্সে বিষ্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে গুজরাটের বানসকাঁথা জেলার দিসায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। জাতীয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছেন। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।
সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের বলেন, ‘কারখানায় প্রচণ্ড এক বিস্ফোরণে কংক্রিটের ছাদ ধসে পড়ে। এ ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। আরও ছয়জন আহত হয়েছেন।’
ঋষিকেশ প্যাটেল আরও বলেন, কারখানাটি লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা আগে থেকেই আতশবাজির কারখানাটি সরিয়ে নেওয়ার দাবি করে আসছিলেন। তবে সেই দাবি উপেক্ষা করে বসতবাড়িতে বিপুল পরিমাণ আতশবাজি মজুত করে রাখা হয়।
কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।