পোপের শেষকৃত্যানুষ্ঠানের ফাঁকে ট্রাম্প-জেলেনস্কির সাক্ষাৎ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের ফাঁকে আলোচনা করেছেন।
আজ শনিবার (২৬ এপ্রিল) হোয়াইট হাউস জানিয়েছে, দুই নেতার মধ্যে একান্তে সাক্ষাতে ‘খুবই ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
ইতালির রাই টিভি জানায়, পোপের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সেন্ট পিটার্স ব্যাসিলিকার ভেতরেই ট্রাম্প-জেলেনস্কির এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ফেব্রুয়ারির শেষের দিকে ওভাল অফিসে সেই তীব্র বাগযুদ্ধের পর এটি তাদের প্রথম সাক্ষাৎ। ওই সময় ইউক্রেনকে মার্কিন সাহায্যের জন্য ধন্যবাদ না জানানোর অভিযোগ আনা হয়েছিল জেলেনস্কির বিরুদ্ধে।
এদিকে, ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মযাজক পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ সময় ২টার দিকে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পোপের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়। এতে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিশ্ব নেতারা।