শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শনিবার (৩ মে) সুলাওয়েসি অঞ্চলে ৬ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় এ তথ্য জানায়। খবর আল আরাবিয়ার।
বার্তাসংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬। তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, এই ঘটনার পর ওই অঞ্চলে সুনামির কোনো সম্ভাবনা নেই।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ‘রিং অফ ফায়ার’ এর অন্তর্ভুক্ত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়।