পাকিস্তানের কামানের গোলায় ভারত সীমান্তে নিহত ১৫

ভারত সীমান্ত লাগোয়া তাদের বিভিন্ন এলাকায় পাকিস্তানের সামরিক বাহিনীর কামানের গোলাবর্ষণে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। আজ বুধবার (৭ মে) ভারতীয় সেনাবাহিনী এই তথ্য জানায়। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকাগুলোতে কামানের গোলা নিক্ষেপ করেছে।
এর আগে পেহেলগামে বন্দুক হামলার জেরে মঙ্গলবার দিনগত গভীর রাতে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে হামলা চালায়। ভারতীয় বাহিনী দাবি করেছে, মাত্র ২৫ মিনিটে তারা ২৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

তবে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, ভারতীয় হামলায় তাদের ২৬ জন বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে, যাতে ভারত-শাসিত কাশ্মীরে অন্তত ১০ জন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন।
পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও ভারতীয় কর্মকর্তারা এখন পর্যন্ত জম্মু-কাশ্মীরে তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছেন।
এই হামলা ও পাল্টা হামলার জেরে উভয় দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির এক জরুরি বৈঠকে ভারতের হামলার সমুচিত জবাব দিতে দেশটির সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে।