যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মহলকে ধন্যবাদ জানাল পাকিস্তান

ভারতের সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সহায়তাকারী আন্তর্জাতিক মহলকে ধন্যবাদ জানিয়েছে পাকিস্তান। দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ শনিবার (১০ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর জিও নিউজের।
ইসহাক দার জানান, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য সারাদিন ধরে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। এর ফলস্বরূপ এই ইতিবাচক অগ্রগতি সম্ভব হয়েছে। তিনি বিশেষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার কথা উল্লেখ করে তাকে ধন্যবাদ জানান।
উপপ্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থেকেছে। যুদ্ধবিরতিতে পৌঁছানোর ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা পাকিস্তানের এই নীতিকে আরও দৃঢ় করেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লেখেন, গুলিবর্ষণ ও সামরিক কার্যকলাপ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে ভারত ও পাকিস্তান। ভারত সর্বদা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় ও আপসহীন অবস্থান বজায় রেখেছে। ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং মধ্যস্থতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা উল্লেখ করেন।