পাকিস্তানে ভারতের হামলায় শতাধিক নিহত, দাবি দিল্লির

পাকিস্তানে ভারতের হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। রোববার (১১ মে) দিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সামরিক কর্মকর্তারা সাংবাদিকদের এই তথ্য জানান। খবর এনডিটিভির।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভারত ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে পাকিস্তানের ৯টি স্থানে হামলা চালিয়েছে। এতে পাকিস্তানের ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, হামলার প্রথম রাতেই পাকিস্তান যখন এক ঝাঁক ড্রোন মোতায়েন করে, তখন ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোর অধিকাংশই প্রতিহত করে। ভারত পাল্টা আক্রমণে পাকিস্তানের লাহোরে একটি রাডার স্থাপনা ধ্বংস করতে সক্ষম হয়।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই, এয়ার মার্শাল অবধেশ কুমার ভারতী, ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ এবং মেজর জেনারেল সন্দীপ এস শারদা উপস্থিত ছিলেন।
লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই স্থল অভিযানের বিষয়ে জানান, পাকিস্তানি আক্রমণ প্রতিহত করতে ভারতীয় বাহিনী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানের ৩৫ থেকে ৪০ জন সেনাসদস্য নিহত হয়েছে।’

এয়ার মার্শাল অবধেশ কুমার ভারতী জানান, পাকিস্তানি ড্রোনগুলো ভারতের অনেক বিমান বাহিনীর স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে সেগুলোর সবই আকাশেই প্রতিহত করা হয়েছে এবং স্থলভাগে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ভারতীয় সেনাবাহিনীর এই দাবি চলমান ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তান অবশ্য এখনো এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।